নতুনদের জন্য ফুল কোর্স । যারা অন্যান্য প্রতিষ্ঠানে দুই/একটা কোর্স করার পরেও হাত ক্লিয়ার হয়নি, তাদের জন্য মিডিয়াম কোর্স এবং যারা প্রফেশনাল ড্রাইভার তাদের জন্য শর্ট কোর্স প্রযোজ্য। ট্রেনিং টাইম: প্রতিদিন সকাল ০৬:০০ হতে সন্ধ্যা ০৭:০০ পর্যন্ত। আপনার সুবিধামত দিনে ও সুবিধামত সময়ে করতে পারবেন, আগের দিন টাইমিং বুকিং দিতে হয়। মোটরসাইকেল এবং প্রাইভেট কারে যেকোনো কোর্স এ প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন 20 মিনিট করে। মোটরসাইকেল ও স্কুটার ড্রাইভিং ট্রেনিং এ আমরা প্রতিদিন তিনটি করে ক্লাস দিয়ে থাকি। প্রাইভেটকার ফুল কোর্স এ হাত ক্লিয়ার না হলে এক্সট্রা ফ্রি ক্লাস দিয়ে আমরা হাত ক্লিয়ার করে দেই। ফুল কোর্স এ কোন শিক্ষার্থী ভর্তি হলে দ্বিতীয়বার আমরা তাকে আর ভর্তি করি না বরং ফ্রি ক্লাস দিয়ে হাত ক্লিয়ার করে থাকি। এই কোর্সে কোন শিক্ষার্থী ভর্তি হলে লাইফটাইম ক্লাস করার সুবিধা পাবে। মানে এক বছর দুই বছর পরে ফাইনালি গাড়িতে উঠার আগে/বিদেশ যাওয়ার আগে এসেও ফ্রি ক্লাস করে যেতে পারবেন।